হাদীর মৃত্যুর খবরে উত্তাল বগুড়া : বিক্ষোভ মিছিল-সমাবেশ-মহাসড়কে ব্লকেড
- আপডেট সময় ০১:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি বগুড়া জেলা শাখা।
শুক্রবার বিকেলে শহরের বনানী এলাকায় এই অবরোধ করেন তারা। এ সময় বনানী গোল চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে নাম ঘোষণা করেন এনসিপির নেতৃবৃন্দ।
দলটির সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে আলতাফুন্নেছা মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। বেলা তিনটা ২০ মিনিট থেকে তারা ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ ও সড়ক অবরোধ চলে বেলা পৌনে ৪টা পর্যন্ত।
বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা, ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময়, তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগেরও দাবী জানানো হয়। এছাড়া, জুলাই শহীদের পরিবারের সদস্যরা হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী করেন। সমাবেশ শেষে বনানী চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেন এনসিপির নেতারা।

কর্মসূচিতে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গোলামী না আজাদি, আজাদি, ক্ষমতা না জনতা, জনতা জনতাসহ তারা বিভিন্ন ধরণের স্লোগান দেন। রাস্তা ব্লকেডের কারণে ঢাকা থেকে উত্তরাঞ্চল গামী এবং উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহন আটকে থাকে ঘটনাস্থলে।
এর আগে শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ, প্রতিবাদ ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে জুলাই শহীদের পরিবার, ওয়ারিয়র অব জুলাই, এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর বগুড়া শহরের সাতমাথা জুলাই চত্ত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
























