মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান প্রতিপালনে বগুড়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিবিএন প্রতিবেদক
- আপডেট সময় ০৯:১৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিল্লুর রহমান-এর আমন্ত্রণে আয়োজিত এই সভায় জেলার আওতাধীন বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা অংশ নেন।এছাড়াওঅংশীজনদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন—
ডিডি (ফার্মেসী)প্রিকারসর কেমিক্যালসিএস, এফএল (বার) ও হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
এই সভার মূল লক্ষ্য ছিল, “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদক-মুক্ত সমাজ গঠন করা।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে অনুসরণ এবং স্ব স্ব প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনা হয়। সকল অংশীজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন।
আলোচনা শেষে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সেবা গ্রহীতা অংশীজনের সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।













