০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় থ্রি হুইলার শ্রমিকদের কাছে চাঁদা উত্তোলন বন্ধে ডিসি অফিসের নির্দেশ

ডিবিএন প্রতিবেদক

  • আপডেট সময় ০৪:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৯৫ বার পড়া হয়েছে

বগুড়ায় থ্রি হুইলার (অটোরিকশা ও অটো টেম্পু) চালকদের কাছ থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নামে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে ১১ নভেম্বর জেএম শাখা থেকে স্মারক নম্বর ০৫.৫০.১০০০.০০০.০১১.১২.০০০২.২৪.৯৬৯ মূলে নির্দেশনা পাঠান জেলা প্রশাসনের জিএম শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রশিদুল ইসলাম।

স্মারকে উল্লেখ করা হয়, বগুড়া জেলা অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের আবেদনে জানা যায়—জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণের নামে থ্রি হুইলার চালকদের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে চাঁদা আদায় করছেন, যা সম্পূর্ণ অবৈধ। এতে শ্রমিকদের হয়রানি ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অবৈধ চাঁদা উত্তোলন সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অবিলম্বে এ ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।

উল্লেখ্য, থ্রি হুইলার শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন জমা পড়ার পরই এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনার অনুলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় থ্রি হুইলার শ্রমিকদের কাছে চাঁদা উত্তোলন বন্ধে ডিসি অফিসের নির্দেশ

আপডেট সময় ০৪:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বগুড়ায় থ্রি হুইলার (অটোরিকশা ও অটো টেম্পু) চালকদের কাছ থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নামে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে ১১ নভেম্বর জেএম শাখা থেকে স্মারক নম্বর ০৫.৫০.১০০০.০০০.০১১.১২.০০০২.২৪.৯৬৯ মূলে নির্দেশনা পাঠান জেলা প্রশাসনের জিএম শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রশিদুল ইসলাম।

স্মারকে উল্লেখ করা হয়, বগুড়া জেলা অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের আবেদনে জানা যায়—জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণের নামে থ্রি হুইলার চালকদের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে চাঁদা আদায় করছেন, যা সম্পূর্ণ অবৈধ। এতে শ্রমিকদের হয়রানি ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অবৈধ চাঁদা উত্তোলন সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অবিলম্বে এ ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।

উল্লেখ্য, থ্রি হুইলার শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন জমা পড়ার পরই এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনার অনুলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।