০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে নভেম্বরের ১৫ দিনেই মারা গেলেন ৫৩ জন হাসপাতালে ভর্তি ১৩৯৯৬

ডিবিএন প্রতিবেদক

  • আপডেট সময় ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ছবি সমকাল

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৯২ জন রোগী। এতে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৮ জনে। শুধু নভেম্বরেই আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৯৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাঁচজন ঢাকার দুই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মারা গেলেন ৫৩ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৯৯৬ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে।
এ পর্যন্ত সবচেয়ে বেশি অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং আগস্টে ৩৯ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১, জুলাই ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
তথ্যসুত্র সমকাল

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে নভেম্বরের ১৫ দিনেই মারা গেলেন ৫৩ জন হাসপাতালে ভর্তি ১৩৯৯৬

আপডেট সময় ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৯২ জন রোগী। এতে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৮ জনে। শুধু নভেম্বরেই আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৯৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাঁচজন ঢাকার দুই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মারা গেলেন ৫৩ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৯৯৬ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে।
এ পর্যন্ত সবচেয়ে বেশি অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং আগস্টে ৩৯ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১, জুলাই ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
তথ্যসুত্র সমকাল