রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
ডিবিএন প্রতিবেদক
- আপডেট সময় ০৫:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর ব্লক সি-১৩ রোড এলাকায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষের সময় তাকে পাঁচ রাউন্ড গুলি করা হয়।
ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হন বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম। নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পল্লবী ও হাসপাতালে যুবদল-বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
তথ্যসূত্র: ইত্তেফাক












