ট্রাইব্যুনালে রাজসাক্ষী এসআই আবজালুল
‘ওসি-এএসআইসহ কয়েকজন মিলে ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়’
ডিবিএন প্রতিবেদক
- আপডেট সময় ০৪:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং পরে তাদের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন মামলার রাজসাক্ষী সাবেক এসআই শেখ আবজালুল হক।
বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
জবানবন্দিতে আবজালুল জানান, আশুলিয়া থানার সামনে ওসি ছায়েদ, এএসআই বিশ্বজিৎসহ কয়েকজন পুলিশ সদস্য মিলে গুলি করে ছয়জনকে হত্যা করে। পরে তাদের লাশ পিকআপে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।
মামলার ১৬ আসামির মধ্যে আটজন গ্রেফতার আছেন—সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। অন্যদিকে সাবেক এমপি সাইফুলসহ বাকি আটজন এখনও পলাতক।
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পোড়ানো হয়। ঘটনায় একজন জীবিত থাকলেও তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
তথ্যসূত্র: যমুনা টিভি












