০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে মেডিকেল শিক্ষার্থী রাফিউলের মৃত্যু

ডিবিএন প্রতিবেদক

  • আপডেট সময় ০৭:৩৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৪৭১ বার পড়া হয়েছে

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিউলের গ্রামের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাফিউল ইসলাম বংশালে মাকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সকালে মায়ের সঙ্গে কসাইটুলি এলাকার বাজারে কেনাকাটা করতে যান তিনি। ঠিক সেই সময় ভূমিকম্পে এলাকার একটি ভবন দুলে উঠে মুহূর্তেই ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলেই রাফিউল গুরুতর আহত হন এবং দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রাফিউলের মা ঘটনার সময় বাজারে তাঁর পাশেই ছিলেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রাফিউল ইসলামের মৃত্যুর খবরে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, রাফিউল ছিলেন মেধাবী ও ভদ্র স্বভাবের। তার অকাল মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসন জানান, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে মেডিকেল শিক্ষার্থী রাফিউলের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিউলের গ্রামের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাফিউল ইসলাম বংশালে মাকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সকালে মায়ের সঙ্গে কসাইটুলি এলাকার বাজারে কেনাকাটা করতে যান তিনি। ঠিক সেই সময় ভূমিকম্পে এলাকার একটি ভবন দুলে উঠে মুহূর্তেই ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলেই রাফিউল গুরুতর আহত হন এবং দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রাফিউলের মা ঘটনার সময় বাজারে তাঁর পাশেই ছিলেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রাফিউল ইসলামের মৃত্যুর খবরে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, রাফিউল ছিলেন মেধাবী ও ভদ্র স্বভাবের। তার অকাল মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসন জানান, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।