১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

২০১৭ সালের মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

২০১৭ সালে মৃত ব্যক্তিও মামলার আসামি

মাদারীপুরের রাজৈরে সাত বছর আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে সাম্প্রতিক একটি মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। মৃত বাবার বিরুদ্ধে এমন মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে এএইচ মিঠু আকন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং বর্তমান বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মিঠু আকন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, তার বাবা রাজনীতির উর্ধ্বে উঠে রাজৈরের মানুষের কাছে একজন সৎ ও ন্যায়বিচারক হিসেবে আস্থার প্রতীক ছিলেন। যার প্রমাণ তার জানাজায় মানুষের ঢল। তিনি আক্ষেপ করে বলেন, “বর্তমান বাংলাদেশের বিচারব্যবস্থার প্রকৃত দৃশ্য ফুটে ওঠে এই মামলায়।”

তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি সাধারণ মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মরহুম আবুল হোসেন আকন (সাগ্রু) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিকভাবে তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

দীর্ঘদিন আগে মারা যাওয়া একজন জনপ্রতিনিধির নাম মামলার এজাহারে আসায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও সত্যতা যাচাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্যসুত্র দৈনিক আজকের কন্ঠ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

২০১৭ সালের মৃত ব্যক্তিও মামলার আসামি! ফেসবুকে ছেলের স্ট্যাটাস

আপডেট সময় ০৩:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মাদারীপুরের রাজৈরে সাত বছর আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে সাম্প্রতিক একটি মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। মৃত বাবার বিরুদ্ধে এমন মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে এএইচ মিঠু আকন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং বর্তমান বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মিঠু আকন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, তার বাবা রাজনীতির উর্ধ্বে উঠে রাজৈরের মানুষের কাছে একজন সৎ ও ন্যায়বিচারক হিসেবে আস্থার প্রতীক ছিলেন। যার প্রমাণ তার জানাজায় মানুষের ঢল। তিনি আক্ষেপ করে বলেন, “বর্তমান বাংলাদেশের বিচারব্যবস্থার প্রকৃত দৃশ্য ফুটে ওঠে এই মামলায়।”

তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি সাধারণ মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মরহুম আবুল হোসেন আকন (সাগ্রু) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিকভাবে তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

দীর্ঘদিন আগে মারা যাওয়া একজন জনপ্রতিনিধির নাম মামলার এজাহারে আসায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও সত্যতা যাচাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্যসুত্র দৈনিক আজকের কন্ঠ