বগুড়ায় ধারালো হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় ১১:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
বগুড়ার শাহাজানপুর উপজেলার বি-ব্লক ওভারপাস পার হয়ে ফুটওভার ব্রীজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী লেনে পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ট্রাক ড্রাইভার ও হেলপারের গলায় হাসুয়া ধরে ছিনতাই করার সময় ছিনতাইকারী এরশাদুল ইসলাম (৪২) কে, পুলিশ গ্রেফতার করে।
ভিকটিম ট্রাক ড্রাইভার মোঃ রাজু (২৮), পিতা মোঃ রবিউল ইসলাম, সাং রামদাস পাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর এবং ভিকটিম ট্রাকের হেলপার মোঃ সুমন (১৮), পিতা মোঃ রহিম, সাং রানীগঞ্জ, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুরদ্বয় মালিকানাধীন ট্রাকে চাউল ভর্তি করে নিয়ে দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে ড্রাইভারের প্রসাব চাপলে, গত বুধবার দিবা গত রাতে শাহাজানপুর উপজেলা বি-ব্লক ওভারপাস পার হয়ে ফুটওভার ব্রীজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী লেনে পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ট্রাক সাইড করে পার্শ্বে ড্রাইভার ও হেলপার প্রশাব করতে যাই। সেই সময় দু’জন ছিনতাইকারী হাতে ধারালো হাসুয়া নিয়া ড্রাইভার মোঃ রাজু ও হেলপারের মোঃ সুমনের গলায় ধরিয়া যার কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। তখন ট্রাক ড্রাইভার ও হেলপার নিজেদের বাঁচানোর জন্য ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি শুরু করে। সেই সময় ছিনতাইকারীরা তাহাদের হাতে থাকা হাসুয়া দ্বারা ট্রাক ড্রাইভার ও হেলপারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও ট্রাক ড্রাইভারের শার্টের বুক পকেটে থাকা নগদ ২,০০০/- টাকা ছিনতাই করে। তাৎক্ষনিক ভাবে আর্তচিৎকারে টহলরত শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর সময়ে একজন ছিনতাইকারীকে একটি হাসুয়াসহ শেরপুর হাইওয়ে পুলিশ গ্রেফতার করেন এবং অপর ছিনতাইকারী পালাইয়া যায়। হাইওয়ে পুলিশ ধৃত আসামী হেফাজতে নেন এবং আসামীর হাতে থাকা হাসুয়া জব্দ করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে তার নাম মোঃ এরশাদুল ইসলাম (৪২), পিতা মৃত রেহেল উদ্দিন, সাং রহিমাবাদ উত্তরপাড়া, থানা-শাহাজানপুর জেলা-বগুড়া অপর পলাতক আসামী মোঃ আঃ জলিল (৪০), ঠিকানা-অজ্ঞাত, সাং মাঝিড়া, শাজাহানপুর, বলে জানা যায়। হাইওয়ে পুলিশ ভিকটিমদের আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার ট্রাক ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ও হেলপার মোঃ সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেপ্রেরণ করেন। ট্রাক ড্রাইভারের দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে শাজাহানপুর থানার মামলা নং-০৭, তাং-০৪/১২/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।
ট্রাক ড্রাইভার মোঃ রাজু (২৮), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং রামদাস পাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর ও ট্রাকের হেলপার মোঃ সুমন (১৮), পিতা মোঃ রহিম, সাং-রানীগঞ্জ, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর।
আসামী গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ এরশাদুল ইসলাম (৪২), পিতা মৃত রেহেল উদ্দিন, সাং রহিমাবাদ উত্তরপাড়া। পলাতক মোঃ আঃ জলিল (৪০), ঠিকানা অজ্ঞাত, সাং- মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া। মামলা নং-০৭, তাং-০৪/১২/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।





















