বগুড়ায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক
- আপডেট সময় ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
বুধবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বগুড়া সদরের বড় সরলপুর ধাপপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ তৌফিক আল সানি (২০)-কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ঘর থেকে চারটি দেশীয় অস্ত্র ও একটি কাঠের হকিস্টিক উদ্ধার করে পুলিশ।
তৌফিকের দেওয়া তথ্যমতে পরে দিগলকান্দি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মোঃ নাজিম (১৮)-কে আটক করা হয়। নাজিমের শোয়ার ঘরের তোষকের নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আটকের পর দু’জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে বগুড়া সদর থানায় মামলা (নং-১৭/২৫, তারিখ-৪-১২-২০২৫) দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





















