১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বগুড়া সদর থানাধীন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) মোঃ লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে ২৩ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫)-কে গ্রেফতার করেছেন।
অদ্য ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে সদর উপজেলার শাকপালা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুর রহমানের পিতা মৃত আফজাল হোসেন; তার বাড়ি পদ্মপাড়া, গাবতলী, বগুড়া।

২৩ বছর ধরে পলাতক ছিল আসামি

২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রায় ঘোষণার পর থেকে আসামি আদালতে হাজির না হয়ে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় পলাতক থেকে দীর্ঘ ২৩ বছর ধরে গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিল।

বেতার বার্তা প্রেরণ

সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী রয়েছে। গ্রেফতারের পর আনুষ্ঠানিকতা অনুযায়ী গাবতলী থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বগুড়া সদর থানাধীন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) মোঃ লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে ২৩ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫)-কে গ্রেফতার করেছেন।
অদ্য ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে সদর উপজেলার শাকপালা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুর রহমানের পিতা মৃত আফজাল হোসেন; তার বাড়ি পদ্মপাড়া, গাবতলী, বগুড়া।

২৩ বছর ধরে পলাতক ছিল আসামি

২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রায় ঘোষণার পর থেকে আসামি আদালতে হাজির না হয়ে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় পলাতক থেকে দীর্ঘ ২৩ বছর ধরে গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিল।

বেতার বার্তা প্রেরণ

সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী রয়েছে। গ্রেফতারের পর আনুষ্ঠানিকতা অনুযায়ী গাবতলী থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।