পুলিশ দেখেই ট্রাক ফেলে পালালো ‘ভুয়া ডিবি’, উদ্ধার ৭০ ব্যারেল তেল
- আপডেট সময় ১১:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
বগুড়ার মহাসড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ফিল্মি স্টাইলে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকারীদের শেষ রক্ষা হয়নি। ঘটনার অল্প সময়ের মধ্যেই মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। সিটি গ্রুপের এই তেল নিয়ে ট্রাকটি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
ঘটনার সূত্রপাত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর। ঢাকা থেকে ৭০ ব্যারেল তেল লোড করে ট্রাকটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ট্রাকটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ফুটওভার ব্রিজের সামনে পৌঁছায়। এসময় একটি হাইয়েস মাইক্রোবাসে আসা ৭-৮ জন দুর্বৃত্ত ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটির গতিরোধ করে।
ছিনতাইকারীরা ট্রাকচালক ও হেলপারকে জোরপূর্বক নামিয়ে মারধর করে এবং তাদের মাইক্রোবাসে তুলে রংপুরের দিকে নিয়ে যায়। একই সময়ে ছিনতাইকারী দলের অন্য সদস্যরা তেলভর্তি ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উল্টো পথে ঢাকার দিকে রওনা দেয়।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে টহল ও অভিযানের খবর টের পেয়ে ছিনতাইকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতু এলাকায় (ঢাকাগামী লেনে) ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ভোর পৌনে ৫টার দিকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৭০ ব্যারেল তেলসহ ট্রাকটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রইছ উদ্দিন জানান, “ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া সয়াবিন তেলসহ ট্রাকটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”





















