চুরি করে বের হওয়ার সময় ধরা পড়েছিলেন গৃহকর্মী আয়েশা: পুলিশ
- আপডেট সময় ০৪:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে বোরকা পরে বাসায় ঢুকে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার স্বামী রবিউল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ার চর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানার নয়জনের একটি টিম এ অভিযান চালায়।মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মাছুম বলেন, গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারের পর নলছিটি থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের পর আয়েশা পুলিশকে জানিয়েছেন, কিছু মালামাল চুরি করে বাসা থেকে বের হওয়ার সময় হত্যার শিকার গৃহিণী লায়লা আফরোজ হাতে ধরা পড়েন। তখন হাতে থাকা ছুরি দিয়ে লায়লা আফরোজকে আঘাত করেন এবং এতে তার মৃত্যু হয়।





















