জয়পুরহাটে সাংবাদিককে মা’র’ধ’রে’র ঘটনায় আ’লো’চি’ত ইউপি সদস্য গ্রে’ফ’তা’র
- আপডেট সময় ১১:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে আয়মা রসুলপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নূরবানু বেগমকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। সাংবাদিকের সঙ্গে ইউপি সদস্যের ব্যক্তিগত বিষয় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার জেরে হামলা ও লাঞ্ছিত করার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক মনোয়ার হোসেনকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ইউপি সদস্য নূরবানু বেগমের বিরুদ্ধে। সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। সংবাদ প্রকাশের পরপরই সাংবাদিক মনোয়ার হোসেন হামলার শিকার হন।
এই হামলার খবর দ্রুত জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অপচেষ্টা হিসেবে নিন্দা করেন।
সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচবিবি থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য নূরবানু বেগমকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দ্রুত তৎপরতাকে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহল স্বাগত জানিয়েছে। তারা বলেন, এমন পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংবাদিক সমাজ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন,সত্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত বিবরণ যাচাই করে সকল দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ইউপি সদস্যকে নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।





















