০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রাইভেটকারসহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১০:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকার আশুলিয়ার ডাকু হেলাল পুলিশের পোশাক পড়ে ছিনতাই করতো

বগুড়ার মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় পুলিশ পরিচয়ে তল্লাশি ও চালককে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাই ঘটনায় জড়িত এজ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। লুন্ঠিত সাদা রংয়ের টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান। গত বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া ধলপুর এলাকায় অভিযান চালায় ডিবি। গ্রেফতারকৃত হেলাল আহমেদ (৪৫) আশুলিয়ার ডাকু হেলাল নামে পরিচিত। দক্ষিণ গাজিরচট এলাকার আবুল কালামের ছেলে। তার মালিকানাধীন গ্যারেজ থেকে প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গত (৯ ডিসেম্বর) দিন গত রাতে, সদর উপজেলার গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় বিশ্রাম করছিলেন চালক। আকস্মিক ভাবে ৭ জনের একটি ডাকাতদল পুলিশ পরিচয়ে তার প্রাইভেটকার তল্লাশি করে। জিম্মি করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে যায়। চালককে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে বেধড়ক মারপিট করে। রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় তাকে ফেলে দিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। জেলা গোয়েন্দার ডিবি’র একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে ঘটনার সত্যতা পাওয়া। পরে ডাকু হেলালের সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হয়ে, বগুড়াসহ বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালায় ডিবি। ডাকাতির সঙ্গে জড়িতসহ অন্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রাইভেটকারসহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

আপডেট সময় ১০:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বগুড়ার মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় পুলিশ পরিচয়ে তল্লাশি ও চালককে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাই ঘটনায় জড়িত এজ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। লুন্ঠিত সাদা রংয়ের টয়োটা এক্সিও ফিল্টার প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান। গত বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া ধলপুর এলাকায় অভিযান চালায় ডিবি। গ্রেফতারকৃত হেলাল আহমেদ (৪৫) আশুলিয়ার ডাকু হেলাল নামে পরিচিত। দক্ষিণ গাজিরচট এলাকার আবুল কালামের ছেলে। তার মালিকানাধীন গ্যারেজ থেকে প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গত (৯ ডিসেম্বর) দিন গত রাতে, সদর উপজেলার গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় বিশ্রাম করছিলেন চালক। আকস্মিক ভাবে ৭ জনের একটি ডাকাতদল পুলিশ পরিচয়ে তার প্রাইভেটকার তল্লাশি করে। জিম্মি করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে যায়। চালককে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে বেধড়ক মারপিট করে। রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় তাকে ফেলে দিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। জেলা গোয়েন্দার ডিবি’র একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে ঘটনার সত্যতা পাওয়া। পরে ডাকু হেলালের সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হয়ে, বগুড়াসহ বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালায় ডিবি। ডাকাতির সঙ্গে জড়িতসহ অন্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলবে।