১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১০:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা ও এর আগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র উপর গুলির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
১৩ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, ফজলুল বাবী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ রুবেল।


সমাবেশে বক্তারা বলেন, ‘একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। আসন্ন নির্বাচনকে বানচাল করতেই একটি মহল ধারাবাহিকভাবে অস্থিরতা সৃষ্টি করছে। নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, ওসমান হাদি হুমকিকে তোয়াক্কা না করে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলে গেছেন। এর আগে চট্টগামে বিএনপি মনোনিত প্রার্থীকে টার্গেট করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। একটি গোষ্ঠি বাংলাদেশকে আতঙ্কেত দেশ বানাতে চক্রন্ত করছে। আমরা অস্ত্র ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চায়। তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, চলছে, সকল বাধাঁ উপেক্ষ করে দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।‘তৃণমূলের নেতাকর্মীরা এই খবর শুনে আরো বেশি উদ্বেলিত, আনন্দিত এবং রীতিমতো স্বতঃস্ফূর্ত হয়েছে। তাদের মাঝে নতুন উদ্দীপনা, নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আগের তুলনায় আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১০:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা ও এর আগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র উপর গুলির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
১৩ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, ফজলুল বাবী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ রুবেল।


সমাবেশে বক্তারা বলেন, ‘একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। আসন্ন নির্বাচনকে বানচাল করতেই একটি মহল ধারাবাহিকভাবে অস্থিরতা সৃষ্টি করছে। নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, ওসমান হাদি হুমকিকে তোয়াক্কা না করে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলে গেছেন। এর আগে চট্টগামে বিএনপি মনোনিত প্রার্থীকে টার্গেট করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। একটি গোষ্ঠি বাংলাদেশকে আতঙ্কেত দেশ বানাতে চক্রন্ত করছে। আমরা অস্ত্র ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চায়। তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, চলছে, সকল বাধাঁ উপেক্ষ করে দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।‘তৃণমূলের নেতাকর্মীরা এই খবর শুনে আরো বেশি উদ্বেলিত, আনন্দিত এবং রীতিমতো স্বতঃস্ফূর্ত হয়েছে। তাদের মাঝে নতুন উদ্দীপনা, নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আগের তুলনায় আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।