০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ১০:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
বগুড়া শহরের বারোপুর তেল পাম্পের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মোছাঃ শান্তা ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বগুড়া শহরের বারোপুর তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেল ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী মোছাঃ শান্তা ইসলাম গুরুতরভাবে আহত হন।
নিহত মোছাঃ শান্তা ইসলাম শিবগঞ্জ উপজেলার আসলায় দাঁড় পাড়ার বাসিন্দা আবু তালেবের স্ত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় জনগণ দ্রুত আহত শান্তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :






















