০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাত দিন ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। এ ঘটনায় স্বজনরা মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কামরুল ইসলাম ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার হায়দার আলীর ছেলে। তামিম ইসলামের ভাষ্য, গত ৮ ডিসেম্বর তাঁর বাবা মোটরসাইকেল নিয়ে তাঁর দাদিকে দেখার কথা বলে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের উদ্দেশে বের হন। সেদিন রাতে বাড়ি না ফেরায় তাঁর বাবার ফোনে কল করে ফোন বন্ধ পাওয়া যায়। পরে গাঁড়াডোবে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর বাবা সেখানে যাননি। এর পর সম্ভাব্য সব যায়গায় খোঁজ নিয়েও তাঁর বাবার সন্ধান পাচ্ছেন না। এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় জিডি করেছেন তিনি।

তামিম বলেন, বাবাকে খুঁজে না পাওয়ায় তাঁরা উদ্বিগ্ন অবস্থায় দিন পার করছেন। সময় যত গড়াচ্ছে, তাদের উদ্বেগ-উৎকণ্ঠা তত বাড়ছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কামরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি অপহরণের শিকার হতে পারেন– এমন কোনো লক্ষণ এখনও পাওয়া যায়নি। তাঁর সন্ধান পেতে তৎপর রয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাত দিন ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

আপডেট সময় ১১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। এ ঘটনায় স্বজনরা মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কামরুল ইসলাম ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার হায়দার আলীর ছেলে। তামিম ইসলামের ভাষ্য, গত ৮ ডিসেম্বর তাঁর বাবা মোটরসাইকেল নিয়ে তাঁর দাদিকে দেখার কথা বলে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের উদ্দেশে বের হন। সেদিন রাতে বাড়ি না ফেরায় তাঁর বাবার ফোনে কল করে ফোন বন্ধ পাওয়া যায়। পরে গাঁড়াডোবে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর বাবা সেখানে যাননি। এর পর সম্ভাব্য সব যায়গায় খোঁজ নিয়েও তাঁর বাবার সন্ধান পাচ্ছেন না। এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় জিডি করেছেন তিনি।

তামিম বলেন, বাবাকে খুঁজে না পাওয়ায় তাঁরা উদ্বিগ্ন অবস্থায় দিন পার করছেন। সময় যত গড়াচ্ছে, তাদের উদ্বেগ-উৎকণ্ঠা তত বাড়ছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কামরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি অপহরণের শিকার হতে পারেন– এমন কোনো লক্ষণ এখনও পাওয়া যায়নি। তাঁর সন্ধান পেতে তৎপর রয়েছে পুলিশ।