রূপসায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- আপডেট সময় ১১:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
খুলনার রূপসা উপজেলার জাবুসায় সাগর শেখ (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাগর জাবুসার গ্রিনবাংলা হাউস এলাকার ফায়েক শেখের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে সাগর শেখ জাবুসা চৌরাস্তা মোড় থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। গ্রিনবাংলা হাউজিং গেটের সামনে পৌঁছালে কয়েক দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সাগর হত্যার ঘটনায় আজ সোমবার নিহতের মা রাবেয়া বেগম দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে রূপসা থানায় মামলা করেছেন। তবে তদন্তের স্বার্থে নাম উল্লেখ করা আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড, এখনই বলা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই প্রকাশ করা যাবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, জেলার ৯ উপজেলায় গত ১৫ মাসে ৬২টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ছয় মাসে শুধু রূপসা উপজেলাতেই এ নিয়ে ৫ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হলো।





















