বগুড়ায় ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে কলেজ ছাত্র নিহত
- আপডেট সময় ১০:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
বগুড়ার শাজাহানপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ট্রাকের চাকার নিচে ঢুকে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
নিহত যুবকের নাম রোহান (১৮)। তিনি শেরপুর পৌরএলাকার নয়াপড়ার আশু মিয়ার ছেলে এবং শেরপুর ডিগ্রী কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র।

রবিববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৩৭) মহাসড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে দুই যুবক যাচ্ছিলেন।বি-ব্লক ফ্লাইওভারে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল চালক নিহত হয় এবং মারুফ নামের অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং বিকট শব্দে ট্রাকের একটি ফেটে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ট্রাকে ছড়িয়ে পড়লে চালক ট্রাক থেকে নামার সময় তিনিও আহত হন। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক ( এসআই) আল আমিন জানান, ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা চলছে।






















