হাদির খুনীদের বিচারের দাবি বগুড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ
- আপডেট সময় ১২:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
বগুড়ায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
বিক্ষোভ সমাবেশে ভয়েস অব জুলাই বগুড়ার আহবায়ক আজিম উদ্দিনের নেতৃত্বে সমাবেশে সভাপতিত্ব করেন মুয়াজ বিন মোস্তাফিজ এবং সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ আল- সানি।সমাবেশে বক্তব্য রাখেন সাকিব হাসান, নাজমুল হাসান নেহাল, সেজদা প্রামানিক, মনির সরকার সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশের দুঃসময়ে জুলাই আন্দোলনে প্রথম সারিতে ছিলেন শরীফ ওসমান হাদি। তাকে হত্যা করে দেশে আবার ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। জুলাই যোদ্ধারা আবার জেগে উঠেছে। দেশের মানুষ প্রতিবাদে মুখর হয়েছে। হাদি হত্যার বিচার না হওয়া অব্দি জুলাই যোদ্ধারা আন্দোলন চালিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তােদর দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যাতে আর কোন জুলাই যোদ্ধাকে হামলা করার আগে খুনিদের বুক কেঁপে ওঠে।





















