খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে
- আপডেট সময় ০২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যে বিএনপির মনোনয়ন তালিকায় বড় ধরনের রদবদল এসেছে। দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও জোটগত হিসাব-নিকাশ বিবেচনায় নিয়ে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত’ করতেই এসব পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা-১৭ আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুস সালামকে। এর ফলে আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ ছেড়ে ভোলা সদর আসনে নির্বাচন করবেন।

ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে। ঢাকা-১২ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের জন্য। চট্টগ্রামে রাউজান, চট্টগ্রাম-৪, ১০, ১১ ও ১৪ আসনসহ একাধিক জায়গায় প্রার্থী বদল করা হয়েছে, যার পেছনে দলীয় দ্বন্দ্ব ও জোট রাজনীতি ভূমিকা রেখেছে।
উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও পরিবর্তন হয়েছে বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, যশোর ও মাদারীপুরে। বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেয়। দলটির দাবি, ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে, যদিও একসঙ্গে তালিকা প্রকাশ সম্ভব হয়নি।























