মধ্যপ্রাচ্যের সেরা হয়ে রোনালদোর চোখ ঐতিহাসিক ১০০০ গোলে
- আপডেট সময় ০৩:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
মধ্যপ্রাচ্যে ঘাঁটি গাড়ার পর থেকেই এ অঞ্চলের ফুটবল আইকনে পরিণত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার নেতৃত্ব ও পারফর্মেন্স সৌদি প্রো লীগকে বৈশ্বিক মানচিত্রে নতুন মর্যাদা ও গ্রহণযোগ্যতা প্রদান করেছে। সে ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোববার গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা পুরস্কার উঠেছে সিআরসেভেনের হাতেই। ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা উসমান দেম্বেলের হাতে উঠেছে সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার।
প্রো লীগের শেষ ম্যাচে শনিবার আল আখদুদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে রোনালদোর বর্তমান ক্যারিয়ার গোলসংখ্যা ৯৫৬টি। বর্তমান সময়ে তার হাজার গোলের মাইলফলক নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। অ্যাওয়ার্ড হাতে নিয়ে স্বাভাবিকভাবেই এ বিষয়ে বলতেই হতো আল নাসর ফরোয়ার্ডকে। করিম বেঞ্জেমা, রিয়াদ মাহরেজদের ছাপিয়ে মধ্যপ্রাচ্যের সেরা হওয়া ৪০ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমার লক্ষ্য এখনও গোল করে যাওয়ার। আরও বেশি ট্রফি জিততে চাই এবং নতুন ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে চাই। যদি চোটে না পড়ি, আমি এক হাজার গোল করবই।’
দুবাইয়ের মঞ্চে এদিন আলো কাড়েন ফুটবল তারকারা। তাদের মধ্যে সেরা ঘোষিত হন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ‘অসাধ্য’ সাধন করা দেম্বেলে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করা দেম্বেলে অবদান রাখেন ক্লাবের ঐতিহাসিক ট্রেবল জয়ে। সাকুল্যে প্যারিসিয়ানদের ছয়টি শিরোপা এনে দিয়ে সেরার দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, রাফিনহা ও লামিন ইয়ামালকে পেছনে ফেলেন তিনি।
তবে বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল খালি হাতে ফেরেননি। সেরা ফরোয়ার্ডের পাশাপাশি দিয়োগো আরমান্দো ম্যারাডোনা পুরস্কার জেতেন তিনি। আর্জেন্টিনা তথা বিশ্বফুটবলের প্রয়াত কিংবদন্তির সম্মানে বল পায়ে দারুণ প্রতিভার স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড চালু করে গ্লোব সকার অ্যাওয়ার্ডস।

























