বগুড়ায় রিংকি নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় ০৮:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বগুড়ায় রিফাত জাহান রিংকি নামে এক গৃহবধুর মৃত্যু,পরিবারের দাবি হত্যা করেছে স্বামী, থানায় অভিযোগ দায়ের।
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৩৯), পিতা মৃত আফসার আলী, স্থায়ী সাং নিশিন্দারা মন্ডলপাড়া, বর্তমান সাং নন্দকুল, শাজাহানপুর। নিহত মোছাঃ রিফাত জাহান রিংকির পিতা রাশেদুল ইসলাম রাশেদ বাদী বগুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার মেয়ে মোছাঃ রিফাত জাহান রিংকি (২১) কে, বিগত ৫ বছর পূর্বে সদর উপজেলার ফাঁপোড় দক্ষিণ পাড়ার পিতা নুরু এর ছেলে মোঃ নুরন্নবী (৩০) এর সাথে বিবাহ হয়। রিংকি তার শ্বশুর বাড়ীতে অবস্থানকালে, গত মঙ্গলবার দিন গত রাত অনুমানিক ১০ টার সময় আমার জামাই এর বন্ধু মোঃ সুজন মোবাইল ফোনে জানান যে, আমার মেয়ে রিফাত জাহান রিংকি অসুস্থ আপনি দ্রুত আসেন। উক্ত সংবাদ পাইয়া বগুড়া সদর উপজেলা ফাঁপোড় দক্ষিণ পাড়া গ্রামে আমার মেয়ের শ্বশুর বাড়ীতে গিয়া দেখি যে, মেয়ের মৃতদেহ উত্তর শিওরী অবস্থায় আছে। তখন আমার মেয়ের শ্বশুর বাড়ীর লোকজনকে না পাইয়া, আশে পাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তাহারা কিছু জানে না মর্মে জানায়। মেয়ের মৃত্যু শোকে কাতর থাকায় বিষয়টি আত্মীয় স্বজনদের সহিত আলোচনা করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করিতে বিলম্ব হলো।





















