বগুড়ার ইতিহাসে প্রথম সকল মার্কেট, দোকানপাট বন্ধ
- আপডেট সময় ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বগুড়ার পুত্রবধূ ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে বুধবার সারাদিন বগুড়ার সকল মার্কেট দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এটি বগুড়ার ইতিহাসে প্রথম, কোন রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে বগুড়ার সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শহরের প্রতিটি মার্কেট, প্রতিষ্ঠান, মোড়ে মোড়ে শ্রদ্ধা জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
বুধবার সকাল থেকে বগুড়া শহরের নিউ মার্কেট, শেখ শরিফ উদ্দীন মার্কেট, শেখ ম্যানশন, হাবিব ম্যানশন, ঘড়ি মার্কেট, আল আমিন মার্কেট, পুলিশ প্লাজা, রানার প্লাজা, টিএমএসএস মার্কেট, সপ্তপদী মার্কেট, টেবিল মার্কেট, উত্তরা চটী সু মার্কেট, নদী বাংলা কমপ্লেক্স, মেরিনা মার্কেট, গালাপট্টি, নবাববাড়ি সড়ক, জলেশ্বরীতলা, বড়গোলা, টিনপট্টি, দত্তবাড়ি, নামাজগড়, কালিতলা, কলোনী, বনানী, মাটিডালী, ঠনঠনিয়া, মালতিনগর, চেলোপাড়া সহ শহরের সকল এলাকার দোকানপাট সারাদিন বন্ধ রাখা হয়।
বগুড়া নিউ মার্কেট মার্চেন্ট এসোসিয়েশনের ব্যবসায়ীরা ডিবিএনকে জানান, আমাদের বগুড়ার পুত্রবধূ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মার্কেট বন্ধ রেখেছি।
সপ্তপদী মার্কেটের ব্যবসায়ী হাসান রহমান জানান, খালেদা জিয়া বগুড়ার নয় এদেশের আপোষহীন দেশনেত্রী। তার স্মরণে আমরা মার্কেট বন্ধ রেখেছি।
টিএমএসএস মোবাইল মার্কেটের ব্যবসায়ী শেখর রায় জানান, আমরা মার্কেট বন্ধ রেখেছি। বেগম খালেদা জিয়াকে আমরা হারালাম। তাকে শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে শহরের মার্কেটগুলোতে কেনাকাটা করতে আসা বিভিন্ন এলাকার লোকজনকে ফেরত যেতে দেখা যায়। নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা শিবগঞ্জ এলাকার রাহুল, মিলন, মামুন বলেন, শীতের রাতে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। তাই নিউ মার্কেটে ব্যাডমিন্টন ব্যাড কিনতে আসছি। এসে জেনেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে মার্কেট বন্ধ। তাই ফিরে যাচ্ছি। আগামীকাল আবার আসতে হবে।
একই চিত্র বগুড়া শহরের অন্যান্য মার্কেটগুলোতেও দেখা যায়। যেখানে শহরের বাহির থেকে আগত ক্রেতারা ফিরে যাচ্ছেন।





















