খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ, আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে উঠে এলো
- আপডেট সময় ১২:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। দেশের গণমাধ্যমে জানাজার দৃশ্য, খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা হয়। পরে তাকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানাজায় বিপুল লোকসমাগমের কথা উল্লেখ করেছে। লিখেছে, রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বিদায় জানাল লাখো জনতা।
ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খালেদা জিয়ার শেষবিদায় যাত্রা, সংসদ ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও জিয়া উদ্যানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে শায়িত করা পর্যন্ত পুরো কার্যক্রমই সরাসরি সম্প্রচার করে। লাইভ স্ক্রিনে বিভিন্ন পকেটে দেখানো হয় সবগুলো স্থানের সর্বশেষ ছবি।
ফরাসি বার্তাসংস্থা এএফপি লিখেছে, রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ে সংসদ ভবনের সামনে শোকাহত জনতার ঢল নামে। মার্কিন বার্তাসংস্থা এপি তুলে ধরেছে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের শোক। নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে জানাজায় অংশ নেন। মানুষের দুহাত তুলে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন। তার বিদায় কাঁদিয়েছে লাখো মানুষকে।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ভিডিও নিউজে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর মানুষের শোকের চিত্র তুলে ধরেছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর তাদের অনলাইন ভার্সনে লাইভ প্রচার করেছে।
পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক শোকাহত মানুষ। ভারতের টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়।























