০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বছরের প্রথম দিনে বগুড়ায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১০:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

নতুন বই হাতে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে পাঠ্যবই। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সন্তানেরা নতুন বই পাওয়ায় অভিভাবকরাও খুশি।

বগুড়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা বই পেয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস। রঙিন মলাটের নতুন বই পেয়েই পাতা উল্টে পাল্টে দেখছে ক্ষুদে শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার্থীদের হাতে সব বই পেলেও মাধ্যমিক পর্যায়ের শুধু সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের বই শীঘ্রই আসবে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার সকল উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্কুলে বই বিতরণের চিত্র চোখে পড়ে। বগুড়া বিয়াম মডেল স্কুলের প্রাথমিক শাখার শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত। এসময় শিক্ষার্থীদের অভিভাবকদের খুশি দেখা যায়। বেশ কয়েকজন অভিভাবক জানান, বছরের প্রথম বই হাতে পেলে বাচ্চারা পড়াশোনায় ভাল ভাবে মন দিতে পারে। নতুন পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শাখার সকল বই আমরা হাতে পেয়েছি। সেগুলো বিতরণ করা হচ্ছে। মাধ্যমিক শাখার সপ্তম ও নবম শ্রেণির বই হাতে পাওয়া গেছে। বাকিগুলো খুব দ্রুত পাওয়া যাবে।  আর বইগুলো পেলেই তা দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির জানান, প্রাথমিক শাখার সকল বই পাওয়া গেছে।  সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বই বিতরণ করা হয়েছে। অতিরিক্ত বইয়ের চাহিদা থাকলে তা বিতরণ করা হবে।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, জেলায় নতুন বই বিতরণ করা হচ্ছে। মাধ্যমিকের যেসব শ্রেণির বই পাপয়া যায়নি, সেগুলো খুব দ্রুত আসবে। আসা মাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বছরের প্রথম দিনে বগুড়ায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে পাঠ্যবই। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সন্তানেরা নতুন বই পাওয়ায় অভিভাবকরাও খুশি।

বগুড়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা বই পেয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস। রঙিন মলাটের নতুন বই পেয়েই পাতা উল্টে পাল্টে দেখছে ক্ষুদে শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার্থীদের হাতে সব বই পেলেও মাধ্যমিক পর্যায়ের শুধু সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের বই শীঘ্রই আসবে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার সকল উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্কুলে বই বিতরণের চিত্র চোখে পড়ে। বগুড়া বিয়াম মডেল স্কুলের প্রাথমিক শাখার শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত। এসময় শিক্ষার্থীদের অভিভাবকদের খুশি দেখা যায়। বেশ কয়েকজন অভিভাবক জানান, বছরের প্রথম বই হাতে পেলে বাচ্চারা পড়াশোনায় ভাল ভাবে মন দিতে পারে। নতুন পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শাখার সকল বই আমরা হাতে পেয়েছি। সেগুলো বিতরণ করা হচ্ছে। মাধ্যমিক শাখার সপ্তম ও নবম শ্রেণির বই হাতে পাওয়া গেছে। বাকিগুলো খুব দ্রুত পাওয়া যাবে।  আর বইগুলো পেলেই তা দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির জানান, প্রাথমিক শাখার সকল বই পাওয়া গেছে।  সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বই বিতরণ করা হয়েছে। অতিরিক্ত বইয়ের চাহিদা থাকলে তা বিতরণ করা হবে।

বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, জেলায় নতুন বই বিতরণ করা হচ্ছে। মাধ্যমিকের যেসব শ্রেণির বই পাপয়া যায়নি, সেগুলো খুব দ্রুত আসবে। আসা মাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হবে।