০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বগুড়ায় মান্নাসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৭:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেনক।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফর্ম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ-অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এদিকে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান তালুকদারের এবং এর আগে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই হয়েছে আজ। মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র গ্রহণ ও ৭ জনের বাতিল হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় মান্নাসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০৭:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেনক।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফর্ম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ-অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এদিকে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান তালুকদারের এবং এর আগে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই হয়েছে আজ। মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র গ্রহণ ও ৭ জনের বাতিল হয়েছে।