০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে লুট, মোল্লা ডাকাত গ্রেপ্তার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ড্রাইভার ও হেলপারকে হাতকড়া পরিয়ে ফার্নিচার বোঝাই পিকআপ লুটের ঘটনায় বরিশালের শহিদুল ইসলাম সোহেল ওরফে মোল্লা ডাকাতকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর মহল্লার ইয়াছিন আলীর ছেলে।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানির সহায়তায় কোতয়ালী থানার নতুন বাজার দারোগা-বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান।

র‍্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে পিকআপে ফার্নিচার নিয়ে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের পথে রওনা দেয় চালক আল-আমিন। ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ওভারপাসে পৌঁছালে ডাকাতের কবলে পড়েন। তিনটি প্রাইভেটকারে ১৪/১৫ জন দূর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট দিয়ে পিকআপের গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে চালককে হাতকড়া পরিয়ে ঘিরে ধরে। গামছা দিয়ে চালক-হেলপারের চোখ ও হাত বেধে প্রাইভেটকারে তুলে নেয়। তাদেরকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ধনিয়াতলা এলাকায় ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপ লুট করে।

লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করেছিল। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পর তদন্তে সোহেল মোল্লার সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে লুট, মোল্লা ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ড্রাইভার ও হেলপারকে হাতকড়া পরিয়ে ফার্নিচার বোঝাই পিকআপ লুটের ঘটনায় বরিশালের শহিদুল ইসলাম সোহেল ওরফে মোল্লা ডাকাতকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর মহল্লার ইয়াছিন আলীর ছেলে।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানির সহায়তায় কোতয়ালী থানার নতুন বাজার দারোগা-বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান।

র‍্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে পিকআপে ফার্নিচার নিয়ে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের পথে রওনা দেয় চালক আল-আমিন। ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ওভারপাসে পৌঁছালে ডাকাতের কবলে পড়েন। তিনটি প্রাইভেটকারে ১৪/১৫ জন দূর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট দিয়ে পিকআপের গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে চালককে হাতকড়া পরিয়ে ঘিরে ধরে। গামছা দিয়ে চালক-হেলপারের চোখ ও হাত বেধে প্রাইভেটকারে তুলে নেয়। তাদেরকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ধনিয়াতলা এলাকায় ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপ লুট করে।

লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করেছিল। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পর তদন্তে সোহেল মোল্লার সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।