সরকারি শাহ সুলতান কলেজে বাস উপহার দিচ্ছেন তারেক রহমান
- আপডেট সময় ১১:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কলেজ শিক্ষার্থীদের পরিবহণে বাস সংকটের কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে তিনি এ সিদ্ধান্ত নেন।
হাবিবুর রশিদ সন্ধান জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি পয়েন্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যাতায়াতের জন্য পরিবহণ সংকটের কথা উল্লেখ করেছিলেন। পোস্টটি তারেক রহমানের নজরে এলে তিনি শিক্ষার্থীদের বাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস দুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের এ ঘোষণায় কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




















