১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মেয়েকে হত্যার নির্দেশের অভিযোগ: বাবা রিমান্ডে

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঞ্চল্যকর আয়শা মনি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার তার বাবা বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দালন হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী ও মামলার তদন্তকারী কর্মকর্তা।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাবুল প্যাদাকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমদ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম (রুবেল হাওলাদার) বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে একই মামলার মূল আসামি নিহত আয়শার চাচা রুবেল প্যাদা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার জবানবন্দিতে তিনি দাবি করেন, আয়শার বাবা বাবুল প্যাদার নির্দেশেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ওই জবানবন্দির ভিত্তিতেই সোমবার বিকেলে বাবুল প্যাদাকে হত্যার নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহান আহমদ বলেন, “গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় আমরা বাবুল প্যাদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

উল্লেখ্য, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনতা গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়শা মনি নিখোঁজের দুই দিন পর গত রবিবার নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মেয়েকে হত্যার নির্দেশের অভিযোগ: বাবা রিমান্ডে

আপডেট সময় ১১:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঞ্চল্যকর আয়শা মনি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার তার বাবা বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দালন হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী ও মামলার তদন্তকারী কর্মকর্তা।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাবুল প্যাদাকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমদ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম (রুবেল হাওলাদার) বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে একই মামলার মূল আসামি নিহত আয়শার চাচা রুবেল প্যাদা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার জবানবন্দিতে তিনি দাবি করেন, আয়শার বাবা বাবুল প্যাদার নির্দেশেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ওই জবানবন্দির ভিত্তিতেই সোমবার বিকেলে বাবুল প্যাদাকে হত্যার নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহান আহমদ বলেন, “গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় আমরা বাবুল প্যাদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

উল্লেখ্য, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনতা গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়শা মনি নিখোঁজের দুই দিন পর গত রবিবার নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।