০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর ৪ দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন তারেক রহমান

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত: ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে দলটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে পাঠানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য কর্মসূচি হলো, ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া (গাবতলী) যাবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন এবং বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে ১৯৮৮ সালে রাজনৈতিক হাতে খড়ি নেওয়া তারেক রহমান তার নিজ জেলায় ফিরছেন দলের কর্ণধার হিসেবে।

ঘরের ছেলেকে বরণে তাইতো জেলাজুড়ে চলছে প্রস্তুতি। শোককে শক্তিতে পরিণত করে মা-বাবা হারানো প্রিয় সন্তানকে বরণে যেন প্রস্তুত হচ্ছে পুরো বগুড়া। কারণ এই জেলার মানুষের সঙ্গে তার সম্পর্ক যেন আত্মিক ও একান্তই ব্যক্তিগত। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ১৯ বছর পর ৪ দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত: ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে দলটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে পাঠানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য কর্মসূচি হলো, ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া (গাবতলী) যাবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন এবং বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে ১৯৮৮ সালে রাজনৈতিক হাতে খড়ি নেওয়া তারেক রহমান তার নিজ জেলায় ফিরছেন দলের কর্ণধার হিসেবে।

ঘরের ছেলেকে বরণে তাইতো জেলাজুড়ে চলছে প্রস্তুতি। শোককে শক্তিতে পরিণত করে মা-বাবা হারানো প্রিয় সন্তানকে বরণে যেন প্রস্তুত হচ্ছে পুরো বগুড়া। কারণ এই জেলার মানুষের সঙ্গে তার সম্পর্ক যেন আত্মিক ও একান্তই ব্যক্তিগত। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।