১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

জামালপুরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত কিশোরের নাম জিহাদ (১৬)। সে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের ছেলে।

নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব  জানান, জিহাদ স্থানীয় নারিকেলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার মাগরিবের নামাজের পর তাদের এক আত্মীয়ের নতুন বাড়ির পাশে সবাই মিলে মুড়ি পার্টির আয়োজন করে। তুচ্ছ কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না এবং সাইদ নামে দুই তরুণের হাতাহাতি হয়।

এ সময় হঠাৎই মুন্না জিহাদের পেছন থেকে গিয়ার চাকু ঢুকিয়ে দেয়। গুরুতর আহত জিহাদকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুন্না এবং সাইদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাকিব।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বলেন, হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

আপডেট সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

জামালপুরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত কিশোরের নাম জিহাদ (১৬)। সে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের ছেলে।

নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব  জানান, জিহাদ স্থানীয় নারিকেলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার মাগরিবের নামাজের পর তাদের এক আত্মীয়ের নতুন বাড়ির পাশে সবাই মিলে মুড়ি পার্টির আয়োজন করে। তুচ্ছ কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না এবং সাইদ নামে দুই তরুণের হাতাহাতি হয়।

এ সময় হঠাৎই মুন্না জিহাদের পেছন থেকে গিয়ার চাকু ঢুকিয়ে দেয়। গুরুতর আহত জিহাদকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুন্না এবং সাইদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাকিব।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বলেন, হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।