০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১০:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির সিদ্ধান্তের কথা জানান।

এর আগে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দলটির স্থায়ী কমিটির সভা বসে। সভা শেষে রাত সোয়া ১০টার দিকে তারেক রমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে দলটি।

উল্লেখ্য, এর আগে গণমাধ্যমকে বৈঠকের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছিলেন, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় ১০:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির সিদ্ধান্তের কথা জানান।

এর আগে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দলটির স্থায়ী কমিটির সভা বসে। সভা শেষে রাত সোয়া ১০টার দিকে তারেক রমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে দলটি।

উল্লেখ্য, এর আগে গণমাধ্যমকে বৈঠকের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছিলেন, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।