০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দিনাজপুরে নদীতে ২ যুবকের ভাসমান মরদেহ, পরিচয় জানে না কেউ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০২:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে পুলিশ ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় ও পুলিশ বলছে-তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে।

পুলিশ জানায়, কাঁকড়া নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে।

এ বিষয়ে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে নদীতে ২ যুবকের ভাসমান মরদেহ, পরিচয় জানে না কেউ

আপডেট সময় ০২:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে পুলিশ ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় ও পুলিশ বলছে-তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে।

পুলিশ জানায়, কাঁকড়া নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে।

এ বিষয়ে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।