ধুনটে ভাতিজার জমি দখল জামায়াত নেতার, বিচার চেয়েও মেলেনি প্রতিকার
- আপডেট সময় ১২:১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
বগুড়ার ধুনটে আকবর হোসেন নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে ভাতিজার জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় অলোয়া গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান জেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতাদের কাছে প্রতিকার চেয়ে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। নেয়া হয়নি কার্যত কোন ব্যবস্থা। তবে দ্রুতই সৃষ্ট সমস্যা সমাধানের কথা জানালেন বগুড়া জেলা জামায়াত ইসলামীর আমির আব্দুল হক।
জানা যায়, মোস্তাফিজুর রহমান তার বাবার থেকে এক বিঘা ফসলি জমি ক্রয় করেন। কিন্তু ক্রয় সূত্রের ওই জমিটির প্রকৃত মালিক তিনি হলেও দীর্ঘদিন ধরে জমিটি মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের মৃত আফজাল হোসেন সরকারের ছেলে ১ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির আকবর হোসেন দখলে নিয়েছেন।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ৬ মাস আগে তিনি জেলা জামায়াতের আমির আব্দুল হকের কাছে জমি সংক্রান্ত বিষয়ে শালিসি বিচারের জন্য লিখিত আবেদন করেন। সে সময় তাকে ন্যায়বিচার প্রদানের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার বা কার্যকর কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। বরং বিভিন্ন অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। জেলা আমিরের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে জামায়াতের আমির আকবর হোসেন ও তার দুই মেয়ে জামাই বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারকে হুমকি-ধামকি প্রদানসহ জীবননাশের হুমকি দিয়ে আসছে। তিনি আরো বলেন, বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। ন্যায়বিচার পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জামায়াত নেতা আকবর হোসেন বলেন, মোস্তাফিজুর রহমান সম্পর্কে আমার ভাতিজা। জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। তার বাবা আমার দখলীয় জমিটি মোস্তাফিজুর রহমানের নামে দলিল করে দিয়েছেন। কিন্তু তারা আমাকে ওই জমির পরিবর্তে কোন জমি দেইনি। আমাকে জমি বুঝিয়ে দিলে ওই জমি আমি ছেড়ে দেবো। তবে আমাকে ওই জমির উপযুক্ত জমি দিতে হবে।
এবিষয়ে মুঠোফোনে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি অবগত আছি এবং জমি সংক্রান্ত সৃষ্ট সমস্যা দ্রুততার সাথে সমাধানের জন্য উপজেলা সাংগঠনিক দায়িত্বশীলদের অবগত করা হয়েছে। আশা করা যায় দ্রুতই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।





















