০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালক আলাউদ্দিন (৩৫)-এর সন্ধান মিলেছে। তবে জীবন্ত নয়, তিনি অর্ধগলিত লাশ হিসেবে পরিবারের কাছে ফিরেছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈর ইউনিয়নের খোশঘর গ্রামের গণকবর সংলগ্ন এবং দেবীদ্বার উপজেলার বড়শালঘর এলাকার একটি খাল থেকে কচুরিপানার মধ্যে ভাসমান লাশ উদ্ধার করে।পরে পরিবারের সদস্যরা এটি নিখোঁজ আলাউদ্দিনের লাশ হিসেবে শনাক্ত করেন।

নিহত আলাউদ্দিন দেবীদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। তিনি ১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন তিনি ফুলতলী গ্রামের এক মেকারের কাছে অটোরিকশা মেরামত করাতে যান।মেরামতের কাজ শেষ না হওয়ায় পরদিন আবার কাজ করার জন্য মেকারকে ঠিক করে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন (২ জানুয়ারি) তার স্ত্রী রাজিয়া আক্তার দেবীদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ আলাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কিছুটা লোকেশন পাওয়া গেলেও পরে ফোন বন্ধ থাকায় সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের পিতা সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এক অচল মানুষ।এক চোখ অন্ধ। আলাউদ্দিনই আমাদের একমাত্র উপার্জনক্ষম সন্তান। এখন পুরো পরিবার অন্ধকারে ডুবে গেছে।’
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বললেন, ‘আমি তিনটি ছোট বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াব? আমাদের ভবিষ্যৎ কী হবে? থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের তৎপরতা তেমন দেখি না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার

আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালক আলাউদ্দিন (৩৫)-এর সন্ধান মিলেছে। তবে জীবন্ত নয়, তিনি অর্ধগলিত লাশ হিসেবে পরিবারের কাছে ফিরেছেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈর ইউনিয়নের খোশঘর গ্রামের গণকবর সংলগ্ন এবং দেবীদ্বার উপজেলার বড়শালঘর এলাকার একটি খাল থেকে কচুরিপানার মধ্যে ভাসমান লাশ উদ্ধার করে।পরে পরিবারের সদস্যরা এটি নিখোঁজ আলাউদ্দিনের লাশ হিসেবে শনাক্ত করেন।

নিহত আলাউদ্দিন দেবীদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। তিনি ১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন তিনি ফুলতলী গ্রামের এক মেকারের কাছে অটোরিকশা মেরামত করাতে যান।মেরামতের কাজ শেষ না হওয়ায় পরদিন আবার কাজ করার জন্য মেকারকে ঠিক করে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন (২ জানুয়ারি) তার স্ত্রী রাজিয়া আক্তার দেবীদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ আলাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কিছুটা লোকেশন পাওয়া গেলেও পরে ফোন বন্ধ থাকায় সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের পিতা সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এক অচল মানুষ।এক চোখ অন্ধ। আলাউদ্দিনই আমাদের একমাত্র উপার্জনক্ষম সন্তান। এখন পুরো পরিবার অন্ধকারে ডুবে গেছে।’
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বললেন, ‘আমি তিনটি ছোট বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াব? আমাদের ভবিষ্যৎ কী হবে? থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের তৎপরতা তেমন দেখি না।’