০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৫:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম নগরে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান নামে একটি শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় ৫ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করে। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সই করা নির্দেশে তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে এবং সদস্য সচিব করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের এমও (ডিসি) ডা. মো. নুরুল হায়দারকে।

এ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মীরসরাই উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. মোহাম্মদ রাজিব হাসান, বোয়ালখালী উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. নিগহাত জাবীন এবং হাটহাজারী উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মো. রাশেদুল ইসলাম।

জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১০টায় একটি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে সার্জারির জন্য তাকে ভর্তি করা হয়। সেদিন বেলা সাড়ে ৩টার দিকে শিশু মোস্তফাকে সার্জারি কক্ষে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা স্বজনদের জানান, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।

অ্যানেস্থেসিয়া ব্যবহারে ত্রুটির কারণেই শিশুটি রোহানের মৃত্যু হয়েছে—এমনটি অভিযোগ করে মোস্তফার বাবা আবু মুসা বলেন, বিছানায় শুয়ে রোহান হাসিখুশিই ছিল। একসময় বলল, আব্বু, আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছু খাওয়াইনি। অ্যানেস্থেসিয়ায় ত্রুটি না হলে খতনার মতো একটি নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ায় মারা যাওয়াটা অসম্ভব।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কী ঘটেছে, তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। সাধারণত, খতনার সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং এতে খুব কম ক্ষেত্রেই জটিলতা দেখা দেয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৫:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম নগরে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান নামে একটি শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় ৫ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করে। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সই করা নির্দেশে তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে এবং সদস্য সচিব করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের এমও (ডিসি) ডা. মো. নুরুল হায়দারকে।

এ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মীরসরাই উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. মোহাম্মদ রাজিব হাসান, বোয়ালখালী উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. নিগহাত জাবীন এবং হাটহাজারী উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মো. রাশেদুল ইসলাম।

জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১০টায় একটি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে সার্জারির জন্য তাকে ভর্তি করা হয়। সেদিন বেলা সাড়ে ৩টার দিকে শিশু মোস্তফাকে সার্জারি কক্ষে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা স্বজনদের জানান, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।

অ্যানেস্থেসিয়া ব্যবহারে ত্রুটির কারণেই শিশুটি রোহানের মৃত্যু হয়েছে—এমনটি অভিযোগ করে মোস্তফার বাবা আবু মুসা বলেন, বিছানায় শুয়ে রোহান হাসিখুশিই ছিল। একসময় বলল, আব্বু, আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছু খাওয়াইনি। অ্যানেস্থেসিয়ায় ত্রুটি না হলে খতনার মতো একটি নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ায় মারা যাওয়াটা অসম্ভব।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কী ঘটেছে, তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। সাধারণত, খতনার সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং এতে খুব কম ক্ষেত্রেই জটিলতা দেখা দেয়।