০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় তিন শিক্ষার্থী ১২ শো জাল টাকাসহ আটক

ডিবিএন প্রতিবেদক

  • আপডেট সময় ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

বগুড়ায় তিন শিক্ষার্থী ১২ শো জাল টাকাসহ জনগণ আটক করে ডিবির কাছে সোপর্দ
বগুড়া শহরের আলতাফুন্নসা খেলার মাঠের দক্ষিণ পাশে মোঃ সাইফুল ইসলামের চায়ের স্টলে মোঃ সেলিম (১৬), পিতা মোঃ আশরাফুল ইসলাম, সাং পল্লীমঙ্গল, মোঃ বিপ্লব (১৬), পিতা রিপু, সাং কলেজ বটতলা ও শারজিল আহমেদ পিতা মোঃ সোহেল আহমেদ, সাং গোদার পাড়া। তিন শিক্ষার্থীকে জাল টাকাসহ জনগণ আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চা খাওয়ার পর টাকা দেওয়ার সময় ৫০ টাকার নোট জাল দেয়। ওই ৫০ টাকার নোট চা ওয়ালার সন্দেহ হলে, দোকানদার জিজ্ঞেস করলে, তারা অস্বীকার করে পরবর্তীতে আশেপাশের লোকজনকে দেখানোর পর টাকাটা জাল বলে প্রমাণিত হয়। জনগণ দু’জনকে আটক করে পুলিশকে খবর সদর ফাঁড়ি ও ডিবির কাছে সোপর্দ করে।
জাল টাকার পরিমাণ ৫০ টাকার নোট ১৮ টি, ২০ টাকার নোট ১২ টি, ১০ টাকার নোট ১৮টি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় তিন শিক্ষার্থী ১২ শো জাল টাকাসহ আটক

আপডেট সময় ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বগুড়ায় তিন শিক্ষার্থী ১২ শো জাল টাকাসহ জনগণ আটক করে ডিবির কাছে সোপর্দ
বগুড়া শহরের আলতাফুন্নসা খেলার মাঠের দক্ষিণ পাশে মোঃ সাইফুল ইসলামের চায়ের স্টলে মোঃ সেলিম (১৬), পিতা মোঃ আশরাফুল ইসলাম, সাং পল্লীমঙ্গল, মোঃ বিপ্লব (১৬), পিতা রিপু, সাং কলেজ বটতলা ও শারজিল আহমেদ পিতা মোঃ সোহেল আহমেদ, সাং গোদার পাড়া। তিন শিক্ষার্থীকে জাল টাকাসহ জনগণ আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চা খাওয়ার পর টাকা দেওয়ার সময় ৫০ টাকার নোট জাল দেয়। ওই ৫০ টাকার নোট চা ওয়ালার সন্দেহ হলে, দোকানদার জিজ্ঞেস করলে, তারা অস্বীকার করে পরবর্তীতে আশেপাশের লোকজনকে দেখানোর পর টাকাটা জাল বলে প্রমাণিত হয়। জনগণ দু’জনকে আটক করে পুলিশকে খবর সদর ফাঁড়ি ও ডিবির কাছে সোপর্দ করে।
জাল টাকার পরিমাণ ৫০ টাকার নোট ১৮ টি, ২০ টাকার নোট ১২ টি, ১০ টাকার নোট ১৮টি।