১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১২:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

অফিস কক্ষে বসে ঘুষ নেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। তার ঘুষ নেওয়ার ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। এ নিয়ে “ভূমি কর্মকর্তার ‘ষুঘ’ নেওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশ করে কালবেলা।

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা তার নিজ নামীয় (Zohurul Haque) ফেসবুক আইডিতে কিছু সাংবাদিককে গালি দিয়ে একটি পোস্ট করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবাদিক নামধারী কিছু *** বাচ্চা (প্রচার অনুপযোগী) পরিকল্পিতভাবে পেছনে লেগেছে। আর ধৈর্যধারণ নয়, আইনিভাবে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।’

ভূমি কর্মকর্তার ভাইরাল হওয়া ওই ভিডিতে দেখা যায়, ওই ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার একটি নোট গ্রহণ করছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা সবার জন্য নির্ধারণ করা থাকে। যে পরিশ্রম করে না তাকেও ৫০০ টাকা দেওয়া লাগে। গোবিন্দর কোনো কাজ নাই খালি ফাইল টানে। আমি পস্তাব দিয়ে দিই, আপনি নিয়ে যান একেবারে।

একজন সরকারি কর্মকর্তার এমন ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্না বলেন, অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কোনো কর্মকর্তা সাংবাদিককে উদ্দেশ করে এ ধরনের গালাগাল করে ফেসবুকে পোস্ট করে, তা অবশ্যই নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

আপডেট সময় ১২:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

অফিস কক্ষে বসে ঘুষ নেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। তার ঘুষ নেওয়ার ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। এ নিয়ে “ভূমি কর্মকর্তার ‘ষুঘ’ নেওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশ করে কালবেলা।

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা তার নিজ নামীয় (Zohurul Haque) ফেসবুক আইডিতে কিছু সাংবাদিককে গালি দিয়ে একটি পোস্ট করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবাদিক নামধারী কিছু *** বাচ্চা (প্রচার অনুপযোগী) পরিকল্পিতভাবে পেছনে লেগেছে। আর ধৈর্যধারণ নয়, আইনিভাবে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।’

ভূমি কর্মকর্তার ভাইরাল হওয়া ওই ভিডিতে দেখা যায়, ওই ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার একটি নোট গ্রহণ করছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা সবার জন্য নির্ধারণ করা থাকে। যে পরিশ্রম করে না তাকেও ৫০০ টাকা দেওয়া লাগে। গোবিন্দর কোনো কাজ নাই খালি ফাইল টানে। আমি পস্তাব দিয়ে দিই, আপনি নিয়ে যান একেবারে।

একজন সরকারি কর্মকর্তার এমন ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্না বলেন, অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কোনো কর্মকর্তা সাংবাদিককে উদ্দেশ করে এ ধরনের গালাগাল করে ফেসবুকে পোস্ট করে, তা অবশ্যই নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।