০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০২:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরে নাঈম বিশ্বাস নামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯-এ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি এবং তার স্ত্রী দুজনই কনস্টেবল। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন নাঈম।
এপিবিএন-৯ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) লাশের ময়নাতদন্ত হবে।
এর আগে গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকেও পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তার নাম অহিদুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরে নাঈম বিশ্বাস নামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯-এ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি এবং তার স্ত্রী দুজনই কনস্টেবল। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন নাঈম।
এপিবিএন-৯ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) লাশের ময়নাতদন্ত হবে।
এর আগে গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকেও পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তার নাম অহিদুর রহমান।