০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
১১৪ রানে রংপুরকে গুটিয়ে দিলো সিলেট
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ০২:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
সিলেটের বিপক্ষে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেল রংপুর রাইডার্সের ইনিংস। সিলেটের সবচেয়ে সফল বোলার নাসুম আহমেদ। ১৯ রান খরচায় তিনি নিয়েছেন ৩ উইকেট। রংপুরের কোনো ব্যাটার ৩০ রানের বেশি করতে পারেননি।
পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলা রংপুর তুলতে পারে মাত্র ৩৫ রান। কাইলে মেয়ার্সের ৪ বলে ডাকের পর তাওহীদ হৃদয় আউট হন ব্যক্তিগত ৪ রানে। আগের ম্যাচে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। লিটন দাস শুরুতে ভালো আভাস দিয়ে আউট হন ব্যক্তিগত ২২ রানে, শহিদুল ইসলামের ভেতরে ঢোকা বলে স্টাম্প হারান তিনি। ১২ বলের ইনিংসে ৪টি চার হাঁকান।
এরপর ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর মধ্যে ৪০ রানের জুটি হলেও দ্রুত রানের চাকা ঘোরেনি। ২০ বলে ১৭ রান করে রানআউট হন ইফতিখার। স্কোর বোর্ডে আর ৯ রান যোগ হওয়ার পর ২৪ বলে ৩০ রান করে বিদায় নেন খুশদিল।
নুরুল হাসান সোহানের ব্যর্থতা যাচ্ছে না। জাতীয় দলের হয়ে সবশেষ তিন ম্যাচে তার স্কোরগুলো এমন—৫, ১, ৫। বিপিএলে ৫ ম্যাচে ব্যাট করে করেছেন যথাক্রমে ৬, ৭*, ৩*, ৪ ও ১ রান। আজ আউট হয়েছেন ১১ বলে ৯ করে।
লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গী করে মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা করেও সফল হতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে আউট হন ২৩ বলে ২৯ রান করে। সিলেটের হয়ে নাসুম ছাড়াও ৩ উইকেট পান শহিদুল ইসলাম। ২ উইকেট নেন মঈন আলী।
ট্যাগস :


























