আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেন কোন গ্রুপে?
- আপডেট সময় ১১:১৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪টি করে দল নিয়ে ১২টি গ্রুপ গঠন করা হয়। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর।
ড্র অনুযায়ী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অন্যদিকে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ফেভারিট স্পেনের গ্রুপ ‘এইচ’; সেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
ড্র শেষে প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, অস্ট্রিয়া শক্তিশালী দল এবং আলজেরিয়া লড়াকু প্রতিপক্ষ। তবে জর্ডান সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই বলে উল্লেখ করেন তিনি। ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি বলেন, ড্রতে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই, প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং হবে। তিনি জানান, তাদের লক্ষ্য গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী পর্বে ওঠা।
নতুন ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই উত্তেজনা বাড়বে বলে ধারণা করছে ফুটবলবিশ্ব।


























