মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য শফিউল আলম শাফি। বিশেষ অতিথি ছিলেন আলম মেম্বার, আব্দুল করিম লালু , সাখাওয়াত হোসেন, জাবেদ আলী , আশিকুর রহমান, আজিজুল হক, মোকাররম হোসেন। পেরিহাট স্মৃতি সংঘের সভাপতি এনামুল হক শাহ, সাধারণ সম্পাদক ফারুক পাইকার, আব্দুল করিম, জাফর মন্ডল, নুর আলম, ফিরোজ হোসেন ডালিম, মিশকাত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা শাফি বলেন, প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি চাইলেই আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি তা না করে বেছে নিয়েছিলেন রাষ্ট্র সংস্কারের পথ। দেশের ক্রিড়াঙ্গণকে ঢেলে সাজিয়েছিলেন একজন সুদক্ষ ক্রীড়াশিল্পীর মতো। ক্রিকেটের আধুনিকায়ন হয়েছে তার নেতৃত্বে। তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। এতে ভালোমানের খেলোয়াড় গড়ে উঠবে। তিনি নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করার জন্য আহ্বান জানান।


























